সাংবাদিক নিয়োগ দিচ্ছে ফেসবুক

২১ আগষ্ট, ২০১৯ ২৩:৩৪  
শীর্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ‘নিউজ’ ফিচার বাস্তবে রূপ পেতে যাচ্ছে। প্রায় এক মাস ধরে নানা গুজব শোনা গেলেও এবার ফেসবুকের পক্ষ থেকে আলাদা নিউজ সেকশন আনার ঘোষণা দেয়া হয়েছে। আর এজন্য কনট্র্যাক্টর নয়, মানব সাংবাদিক নিয়োগ দিচ্ছে ফেসবুক। খবর ম্যাশেবল। সাংবাদিক নিয়োগ দেয়ার পাশাপাশি কিছু পাবলিকেশনের সাথে লাইসেন্সিং চুক্তিরও চেষ্টা চালাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমটি। ফেসবুকের হেড অব নিউজ পার্টনারশীপস ক্যাম্পবেল ব্রাউন বলেন, ব্যবহারকারীদের পার্সোনালাইজড এবং অধিক সম্পর্কিত খবরের সন্ধান দিতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। একদল মিডিয়া ব্যাকগ্রাউন্ডের কর্মী ফেসবুকের নিউজ ট্যাবে কোন সংবাদটি দেখানো হবে তা নিয়ে কাজ করবে। ফেসবুকের প্রকাশিত জব লিস্টিংয়ে আগ্রহী আবেদনকারীদের সংবাদ বিচারে ভালো দক্ষতা এবং ব্রেকিং নিউজ প্রদানের প্রতি আগ্রহ থাকতে হবে। ডিবিটেক/বিএমটি